Tomar Oi Montake - Partho - Guitar Chords N Lyrics
B
তোমার ঐ মনটাকে
G#m E B
একটা ধূলোমাখা পথ করে দাও
B
আমি পথিক হব,
B D#m
ভালবাসার কিছু পদধূলি
C#m F#
তোমাকে সারাবেলা শুনিয়ে যাব,
B
আমি পথিক হব।
পুরো গানের কর্ড
সকালের সোনা সোনা রোদ
সেই পথের ধূলোয় এসে ছড়িয়ে যাবে ।।
আমার দুচোখে বোনা বিবাগী স্বপ্নগুলো
তোমাকেই খূজেঁ পাবে,
————— ————— —————
ভালবাসার কিছু পদধূলি ।।
তোমাকে সারাবেলা শুনিয়ে যাব,
আমি পথিক হব…
জোছনায় ভেজা ভেজা রাত
সেই পথের
সীমানাতে জড়িয়ে যাবে ।।
আমার ক্লান্ত পায়ে
মুখরা লগ্নগুলো নিরবে মুখ
লুকাবে,
ভালবাসার কিছু পদধূলি ।।
তোমাকে সারাবেলা শুনিয়ে যাব,
আমি পথিক হব……
তোমার ঐ মনটাকে
একটা ধূলোমাখা পথ করে দাও
আমি পথিক হব,
ভালবাসার কিছু পদধূলি
তোমাকে সারাবেলা শুনিয়ে যাব,
আমি পথিক হব।
No alternative chords?
ReplyDelete